ঢামেকের ইন্টার্ন চিকিৎসককে মারধর: জড়িতদের শাস্তির দাবি

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য স্মৃতিসৌধের পাদদেশে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান। 

গত সোমবার রাতে মারধরের ঘটনার পর সাজ্জাদ হোসেন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনার বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেন বলেন, 'ঢাবি ক্যাম্পাস এমন এক জায়গায় পরিণত হয়েছে, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। ক্যাম্পাসে ছিনতাই ও মারধরের ঘটনা ঘটছে। অপরাধীরা ছিনতাইকারী হিসেবে চিহ্নিত হলেও তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না।'

কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা উচিত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ বলেন, 'কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ক্যাম্পাসে বেড়াতে আসা মানুষদের বহিরাগত অ্যাখ্যা দিয়ে মারধর ও নির্যাতন করে।' 

Comments