প্রোগ্রামে না যাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে ‘গলা টিপে ধরার’ অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থীকে মারধর ও গলা টিপে ধরার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থীকে মারধর ও গলা টিপে ধরার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

ভুক্তভোগী সাইদুল ইসলাম তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

তিনি আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের কর্মী আব্দুর রহিম শান্ত আমাকে চড়-থাপ্পড় মেরেছে এবং গলা টিপে ধরেছে।'

'আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন শান্ত আমার রুমে আসে। এসে জিজ্ঞেস করে প্রোগ্রামে যাইনি কেন। এই বলে সে আমাকে গালিগালাজ শুরু করে। আমি তাকে চিনতে পারিনি। তাই তার পরিচয় জানতে চাই। এ কারণে সে আমাকে শিবির কর্মী বলে আখ্যায়িত করে', যোগ করেন তিনি।

সাইদুল বলেন, 'আমি এর প্রতিবাদ করি। তখন শান্ত আমাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে সে আমার গলা টিপে ধরে।'

এ ঘটনায় হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ কর্মী শান্ত। তিনি ডেইলি স্টারকে বলেন, 'সাইদুল আমাকে ধাক্কা দেয়। আমাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমিও তাকে ধাক্কা দেই। এর বেশি কিছু হয়নি।'

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ আব্দুর রহিম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি আমাকে জানানো হয়নি। আমি বিষয়টি জানার চেষ্টা করছি।'

Comments