শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে চুয়েট ক্যাম্পাস থেকে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে চুয়েট পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে চুয়েট পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে মো. সোহেল নামের ওই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর কনস্টেবল মো. সোহেলকে হালিশহর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের ৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি হোটেলে খেতে যান। সাদা পোশাকে থাকা কনস্টেবল সোহেলও সেখানে খাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাকে চুয়েট পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের খবর দেওয়া হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম দ্য ডেইলি স্টারকে  বলেন, 'বিষয়টি জানার পর আমরা ক্যাম্পাসে ছুটে আসি। এ বিষয়ে বিভাগীয় তদন্ত করা হবে।'

 

Comments