ক্যাম্পাস

চবির প্রধান ফটক খুলে দিলেও অবরোধ অব্যাহত রাখার ঘোষণা ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের একটি অংশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টায় ছাত্রলীগের আন্দোলনরত নেতা-কর্মীরা ফটকের তালা খুলে দেন।

বিবাহিত-চাকরিজীবীদের বাদ দিয়ে চবি ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে আজ ভোর থেকে ডাকা অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ১৬টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া, আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। এখনো বন্ধ রয়েছে শাটল ট্রেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাস চলাচল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাটল ট্রেন চলছে না। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাসও চলছে না। তাই অনেকেই ক্যাম্পাসে আসতে পারেননি। এ কারণে বিভাগগুলোর আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতি ও ছাত্রলীগের অপরপক্ষ রেড সিগন্যালের নেতা রকিবুল হাসান দীনার বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠন না হওয়া অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, শাটল ট্রেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাস চলাচল বন্ধ থাকবে।'

Comments