ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচিং ইভ্যালুয়েশন চালুর সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'টিচিং ইভ্যালুয়েশন' কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে ৫টি সূচক ও তৎসংশ্লিষ্ট উপসূচকের আলোকে এই মূল্যায়ন করতে পারবেন।
গত রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
টিচিং ইভ্যালুয়েশনের মানদণ্ড সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারনা দেওয়ার জন্য বিশেষ সেমিনার ও ওয়ার্কশপের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার সামগ্রিক গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া, চতুর্থ শিল্প বিপ্লব ও ন্যানোপ্রযুক্তির যুগে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার' প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এটি আন্তঃএকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক বিশেষায়িত একটি গবেষণা প্রতিষ্ঠান হবে।
Comments