ছাত্রলীগের হামলার প্রতিবাদ কর্মসূচিতে ঢাবি প্রক্টরিয়াল টিমের বাধার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কর্মসূচি পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রক্টরিয়াল টিমের বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে প্রক্টরিয়াল টিমের অভিযুক্ত সদস্যদের বরাত দিয়ে বলন, টিমের সদস্যদের সঙ্গে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কয়েকজন নেতাকর্মী অসদাচরণ করেছেন, এমন একটি অভিযোগও তিনি পেয়েছেন।
প্রক্টরিয়াল টিমের সদস্য এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ তোলায় প্রক্টর তাদেরকে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের দাবি, গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুম-খুন-সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সমাবেশে বাধা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
সংগঠনটি দাবি করেছে, সমাবেশ চলাকালে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাজিদ উল ইসলামের আইডি কার্ড কেড়ে নেয় প্রক্টরিয়াল টিম। উপস্থিত নেতাদের সঙ্গে তারা জবরদস্তিমূলক আচরণ করে৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা প্রক্টর অফিসে গেলে ঢাবি প্রক্টর প্রথমে আলোচনায় অস্বীকৃতি জানান৷ পরবর্তীতে আইডি কার্ড ফেরত দেন৷
এর আগে বিকাল ৪টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রতিরোধ দমন করতে ছাত্রলীগ সর্বাত্মক আক্রমণ চালাচ্ছে। নূন্যতম গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালানোর মধ্য দিয়ে প্রতিবাদের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। জাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা তারই প্রমাণ৷
সমাবেশ চলাকালে ঢাবি প্রক্টরিয়াল টিমের অপ্রত্যাশিত আচরণের বিরুদ্ধেও তৎক্ষণাৎ প্রতিবাদ জানানো হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক স্কাইয়া ইসলামের সভাপতিত্বে ও আলভী মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, ঢাবি সংগঠক সাজিদ উল ইসলাম, অমিত হাসান ভূঁইয়া প্রমুখ।
Comments