‘শত কোটি টাকা অপচয় শঙ্কা’র সেই ভবন প্রয়োজনীয় মনে করছে জাবি প্রশাসন

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেটের ৩১০তম সভায় 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তা আছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জাবি উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন প্রশাসনিক ভবনের প্রয়োজনীয়তা আছে, এই মর্মে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।'
এর আগে গত ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির ৫ম সভা হয়। সভার সুপারিশ অনুসারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে নতুন প্রশাসনিক ভবন প্রয়োজন আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।
এর পরিপ্রেক্ষিতেই এই বিষয়টি সিন্ডিকেটে আলোচনার জন্য তোলা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে, নতুন প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষে সংশ্লিষ্ট স্থপতির সঙ্গে আলোচনা করে মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গতি রেখে নতুন স্থান নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
'এ ছাড়া, ভবিষ্যতে ক্ষতিপূরণ দাবি করবে না বা কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবে না— এই শর্তে নতুন প্রশাসনিক ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত ফেরত দেওয়া এবং একইসঙ্গে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে যথাযথ উদ্যোগ নেওয়া হোক', সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পে 'অপচয়' নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানতে চাওয়া হয় এবং পরবর্তীতে ওই ভবন নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দেয় মন্ত্রণালয়।
জাবিতে বর্তমানে ২টি প্রশাসনিক ভবন আছে। এর মধ্যে নতুন প্রশাসনিক ভবনটি অসম্পূর্ণ রেখেই ২০১৬ সালে নির্মাণকাজ শেষ করা হয়। এখন অধিকতর উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩৮ কোটি টাকা ব্যয়ে ১০তলা আরেকটি প্রশাসনিক ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়েই বিদ্যমান ভবনের বাকি অংশটুকু নির্মাণ করা সম্ভব বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী৷ সেক্ষেত্রে নতুন আরেকটি প্রশাসনিক ভবনের প্রয়োজনীয়তা নেই বলে মতামত দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের নথি অনুসারে, জাবির বিদ্যমান নতুন প্রশাসনিক ভবনটির নকশা করা হয় ২০০৮ সালের নভেম্বরে। ২০০৯ সালে শুরু হয়ে ২০১৬ সালে এর একটি অংশের কাজ শেষ হয়। এতে খরচ হয় প্রায় ১১ কোটি ১৯ লাখ টাকা। জানা যায়, এই ভবনটি অসম্পূর্ণ রেখেই তৃতীয় প্রশাসনিক ভবন তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালে করা সেই প্রশাসনিক ভবনের নকশার অনুলিপিও ডেইলি স্টারের কাছে আছে।
Comments