জাবির ষষ্ঠ সমাবর্তন ২৫ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নুরুল আলম।
তিনি বলেন, 'আগামী ২৫ ফেব্রুয়ারি আমরা রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছিলাম। তিনি ওইদিন সময় দিতে সম্মত হয়েছেন।'
২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানান ভিসি।
৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে প্রথমবারের মতো অংশগ্রহণের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
গতকাল ২২ জানুয়ারি এক লিখিত বিবৃতিতে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেআইনি উইকেন্ড কোর্সের ব্যবসা বন্ধ করার কথা জানান।
এর আগে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
Comments