হাল্ট প্রাইজের সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাবি আইবিএর ৫ সদস্যের দল। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের 'নোবেল প্রাইজ' খ্যাত হাল্ট প্রাইজের সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দল 'টিম নকশিকাঁথা'।

মুম্বাইয়ে আয়োজিত হাল্ট প্রাইজ ২০২৩ এর সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে দলটি জায়গা করে নেয় সেমিফাইনাল রাউন্ডে।

আগামী ৯-১০ জুন সেমিফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে। সেখানে পরিবেশবান্ধব ও লাভজনক ফ্যাশনশিল্পের লক্ষ্য অর্জনে নিজেদের প্রজেক্ট 'তাঁত'কে উপস্থাপন করবে ৫ সদস্যের এই দলটি।

দলের সদস্যরা হলেন—মো. মাজিদুল হক ফারাবী, ফারহানুদ্দৌলা রোহান, আদনান খান, ফাতিন আনজুম ঐশী ও দীপান্বিতা বড়ুয়া। তারা সবাই জাবি আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী।

টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে প্রতিবছর বিভিন্ন প্রতিপাদ্যের মাধ্যমে আয়োজিত হয় শিক্ষার্থীদের 'নোবেল প্রাইজ' খ্যাত হাল্ট প্রাইজ। হাল্ট প্রাইজের এবারের প্রতিপাদ্য 'টেকসই উপায়ে ফ্যাশনের নবরূপ নির্মাণ'। মুম্বাইসহ বিশ্বের ৮ দেশে অনুষ্ঠিত হবে এবারের সেমিফাইনাল রাউন্ড।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago