লিডিং ইউনিভার্সিটিতে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আয়োজনে কথা বলছেন প্রধান আলোচক আনিসুল হক। ছবি: সংগৃহীত

সিলেট শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লিডিং ইউনিভার্সিটি।

দৈনিক প্রথম আলোর সহযোগিতায় মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক।

বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মো. মাইমুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রাগীব আলী বলেন, 'গ্রামে প্রতিষ্ঠিত হলেও লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে উত্তরোত্তর উন্নতি লাভ করবে।'

ড. কাজী আজিজুল মাওলা বলেন, 'যাদেরকে সম্মানিত করতে আমরা উপস্থিত হয়েছি, তারা সামনের দিনে ভালো প্রতিষ্ঠানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে সম্মানিত করবে।'

বনমালী ভৌমিক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, 'জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম আজ থেকেই শুরু। নিরিবিলি পরিবেশে পড়াশোনা ও গবেষণা করে অসংখ্য খ্যাতিমান শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করছে লিডিং ইউনিভার্সিটি।'

বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, 'দেশ ও দেশের বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকদের সঙ্গে সম্মিলিত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করেছে লিডিং ইউনিভার্সিটি। একটা মোমবাতি থেকে যেমন অসংখ্য মোমবাতি জ্বলে, তেমনি একজন আলোকিত মানুষ থেকে অসংখ্য আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়ে উঠে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দা জেরিনা হোসেন এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানের সভাপতি মো. মাইমুল আহসান খান বলেন, 'শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি তুলে ধরতেই আজকের এ সংবর্ধনার আয়োজন।'

বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উপদেষ্টা শাম্মি আক্তারের তত্ত্বাবধানে ক্লাব সদস্যরা সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

48m ago