নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর নীলক্ষেত মোড়ে ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর নীলক্ষেত মোড়ে ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান চলছে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানি বন্ধসহ ৭ দাবিতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তারা।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, 'অবস্থান কর্মসূচির আগে আমরা সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আজকে এ বিষয়ে মিটিং রয়েছে। মিটিংয়ে যেন ইতিবাচক সিদ্ধান্ত আসে সেজন্য আমরা অবস্থান কর্মসূচি করছি।'

রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচির কারণে নীলক্ষেত মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের দাবিগুলো হলো—

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২. যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশ নেওয়ার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. সব বিষয়ে পাস করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন-প্রোমোটেড হচ্ছেন। তাই সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৪. দেরিতে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা, কোথায় শিক্ষার্থীরা তাদের সমস্যা উপস্থাপন করবে—তা ঠিক করে দিতে হবে।

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগেও একই দাবি নিয়ে নীলক্ষেত মোড় ও ইডেন কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago