নতুনবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীদের হটিয়ে দিয়ে নতুনবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর নতুনবাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় উভয়পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন।

ইতোমধ্যে তাদের ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়।

সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একযোগে ক্যাম্পাস থেকে বেরিয়ে নতুনবাজার সড়ক অবরোধের জন্য এগিয়ে যেতে থাকেন।

এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীদের হটিয়ে দিয়ে নতুনবাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ শুরু করে।

ইউআইইউ শিক্ষার্থী আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগ আমাদের ওপর হামলা করতে উদ্যত হলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে।'

এ বিষয় জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, 'তাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। ইউআইইউ শিক্ষার্থীরা ১২টার দিকে সড়ক অবরোধ করেন। এ সময় ছাত্রলীগের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে চলে এলে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি।'

'শিক্ষার্থীরা এখন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন,' যোগ করেন তিনি।

Comments