গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু ২৮ সেপ্টেম্বর

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ স্নাতক প্রথম বর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।

গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd) মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পরিশোধ করতে হবে।

এর আগে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

উল্লেখ্য, চতুর্থ পর্যায়ের ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চালু হবে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

33m ago