যবিপ্রবির ৩২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে 'অভ্যন্তরীণ বৃত্তি' তহবিল থেকে বৃত্তি দেওয়া করা হয়েছে। বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আব্দুল মজিদ।

যবিপ্রবির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে প্রাথমিকভাবে বিভিন্ন বিভাগের ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া আরও ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী মাসে এক হাজার করে বছরে ১২ হাজার টাকা বৃত্তি পাবে। বৃত্তির টাকা শিক্ষার্থীদের মাসের প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে ঘোষণা দেওয়া হয়। বৃত্তির জন্য মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি অন্য কোনো স্থান থেকে বৃত্তি পায় না—এমন শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বৃত্তি দেওয়ার মাধ্যমে তোমাদের পড়াশোনায় উৎসাহ প্রদানই আমাদের মূল লক্ষ্য। তোমাদের লক্ষ্য ঠিক করো, সাফল্য আসবেই। নিজস্ব বুদ্ধিকে আগে প্রাধান্য দিতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু ভালো অভিভাবক। তোমাদের সঙ্গে নিয়ে যবিপ্রবিকে একটি মানবিক ক্যাম্পাস হিসেবে গড়তে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ মো. কামাল হোসেন, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পালসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago