পিএসসি সংস্কার দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাজু ভাস্কর্যে ‘অনির্দিষ্টকালের’ অবস্থান

চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ। ছবি: আনিসুর রহমান/স্টার

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভরত চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরে বিক্ষোভরতরা রাজু ভাস্কর্যের দিকে যায় এবং সেখানে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলেন। সেসময় পুলিশ তাদের পেছন থেকে ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বুয়েটের সাবেক শিক্ষার্থী সালেহিন সিওন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। তখনই সংঘর্ষ শুরু হয়।'

'পুলিশের এমন আচরণের পর বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। সেখানে তারা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।'

যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাহবাগে কোনো সংঘর্ষ হয়নি। বরং আন্দোলনকারীরাই আমাদের ওপর চড়াও হয়েছে। এতে ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।'

যানজট তৈরি হওয়ায় আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, বিকেল ৪টার দিকে 'ছাত্র সমাবেশ' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের করে চাকরিপ্রত্যাশীরা। পরে তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে পিএসসি সংস্কারের দাবিতে স্লোগান দিতে দেন।

তাদের স্লোগানে ছিল—'পিএসসির কালো হাত ভেঙে দাও', 'সংস্কার চাই, পিএসসিতে সংস্কার চাই'।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—৪৪ বিসিএসে পদ বাড়ানো, চূড়ান্ত ফলাফলের সঙ্গে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ, চূড়ান্ত ফল প্রকাশের আগে ক্যাডার পছন্দ সংশোধনের সুযোগ, একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা, সব মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে নন-ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল বা সংশোধন এবং যেসব বিষয়ের সরকারি বিষয় কোড নেই, সেসব বিষয়ে স্নাতক প্রার্থীদের উপযুক্ত নন-ক্যাডার পদে আবেদন করার সুযোগ দেওয়া।

চাকরিপ্রত্যাশীরা জানান, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

8h ago