ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত, সংস্কারের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে হাবিবুল্লাহ মিসবাহ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।
মিসবাহ বলেন, 'রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমি পড়ছিলাম। হঠাৎ এক ফুটের চেয়ে বড় পলেস্তারা আমার ঘাড়ে পড়ে। আমি উঠে দাঁড়ালে আরেকটি বড় টুকরা চেয়ারে এসে পড়ে।'
এ ঘটনার পর রাতেই শিক্ষার্থীরা প্রভোস্টের কার্যালয়ে তালা দেন। শিক্ষার্থীরা জানান, শাহজালাল হলের অবকাঠামোগত সমস্যা দীর্ঘ দিনের। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা বসবাস করছে। যে কারণে সকাল থেকে নয় দফা দাবিতে আমরা আন্দোলন করছি, আমরা হল সংস্কারের দাবি জানিয়েছি।
পরবর্তীতে হল প্রভোস্টের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান বলেন, 'শিক্ষার্থীরা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং তারাও আমাদের অবস্থান বুঝতে পেরেছে। আমাদের আওতায় থাকা কাজগুলো দ্রুত সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতাধীন সংস্কারকাজের বিষয়ে আমরা চিঠি পাঠাবো, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।'
Comments