ডাকসুর ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার

ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী রবিউল হক। ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ ভোরে হাজী মুহম্মদ মুহসীন হলে নিজের রুমমেটকে চেয়ার ও টিউবলাইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'

ইউএনবির তথ্য অনুযায়ী, রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। রবিউল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে চেয়ার ও টিউবলাইট দিয়ে করে।'

তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Police baton-charge, fire tear gas on protesting engineering univ students

Around 1:30pm, the students began their procession from Shahbagh and were intercepted near the InterContinental Hotel

2h ago