১ শিফটে চলবে দেশের সব প্রাথ‌মিক বিদ্যালয়

সরকার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ শিফটে চালানোর পরিকল্পনা করছে।
স্টার ফাইল ফটো

সরকার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ শিফটে চালানোর পরিকল্পনা করছে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান তার শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবে সরকার।

সচিবালয়ের অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনও উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থী, শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক শিফট করার পরিকল্পনা আছে তাদের।

তিনি বলেন, 'এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে একটি, দুটি বা তিনটি শ্রেণিকক্ষ আছে। তাই কোনোভাবে দুটি ঘরে ছয়টি ক্লাস চালানো সম্ভব নয়। রাতারাতি ভবন নির্মাণ করা যায় না। এ সব বিবেচনা করে দেশের সব স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।'

'কোনো স্কুল বন্ধ হবে না, কোনো শিক্ষক চাকরি হারাবেন না। শুধু কাজ ভাগাভাগি করে নিতে হবে,' বলেন তিনি।

Comments