এসএসসি: সারাদেশে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জিপিএ-৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ও নারী শিক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ও নারী শিক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

আজ সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।

Comments

The Daily Star  | English

First phase of India polls: 40pc voter turnout in first six hours

An estimated voter turnout of 40 percent was recorded in the first six hours of voting today as India began a six-week polling in Lok Sabha elections covering 102 seats across 21 states and union territories, according to figures compiled from electoral offices in states

19m ago