‘দুর্যোগ কবলিত এলাকাতেই শুধু পরীক্ষা স্থগিত থাকবে, অন্যত্র চলবে’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে সেখানকার পরীক্ষাই শুধু স্থগিত থাকবে, অন্য জায়গার পরীক্ষা চলবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে সেখানকার পরীক্ষাই শুধু স্থগিত থাকবে, অন্য জায়গার পরীক্ষা চলবে।

আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'যদি অধিকাংশ বোর্ড আন-এফেক্টেড থাকে, সে ক্ষেত্রে পরীক্ষা নিয়ে নিতে পারবে। এখন ভিন্ন ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়।'

'এবার যেহেতু সব জায়গায় পরীক্ষা বন্ধ হয়েছে, এতে একটা ফ্লো নষ্ট হলো। সবার সময় ও রুটিন ঠিক করা থাকে। হঠাৎ সেখানে ব্যত্যয় ঘটলে শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা হয়', যোগ করেন তিনি।

Comments