এইচএসসি পরীক্ষা আগস্টের মাঝামাঝি হতে পারে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা চলতি বছরের আগস্টের মাঝামাঝি শুরু হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ফটো

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা চলতি বছরের আগস্টের মাঝামাঝি শুরু হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী দীপু মনি বলেন, 'এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

Comments