ঢাকায় অস্ট্রেলিয়া-কানাডা-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ক মিটআপ ২২ আগস্ট

সেখানে থাকবে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।
ফাইল ছবি

অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ক মিটআপের আয়োজন করেছে আইডিপি এডুকেশন বাংলাদেশ।

আগামী ২২ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মিটআপ চলবে।

সেখানে থাকবে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

এই মিটআপে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন থেকে শুরু করে অনস্পট অফার ইন প্রিন্সিপালও (আইডিপি ফাস্ট লেন) পাওয়ার সুযোগ রয়েছে।

মিটআপে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে http://srkr.io/618681j লিংকে। অথবা, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কল করা যাবে ০৯৬৬৬ ৭৮২৭৮২ নম্বরে।

আইডিপি এডুকশেন বাংলাদেশ আইইএলটিএস পরীক্ষার কো-ওনার। প্রতিষ্ঠানটি কোনো সার্ভিস ফি ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিপি মূলত একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে প্রায় ৫০ কোটি টাকা স্কলারশিপ পেয়েছে।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago