সিজিপিএ শর্ত শিথিলের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে অবরোধ শুরু করেন তারা। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রায় ৩ ঘণ্টা ধরে শিক্ষার্থীদের অবরোধ চলছে।
৬ দিন আগে, গত ১৬ আগস্ট দুপুরেও একই দাবিতে শিক্ষার্থীরা ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক কার্যদিবসের দিনে প্রায় ৩ ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ পেতে হবে। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এই সিজিপিএর শর্ত শিথিলের দাবি জানাই। আমাদের পরীক্ষার ৯ মাস পর ফল প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে ইতোমধ্যেই আমরা ২ বছর হারিয়েছি।'
এর আগে, গত ১৬ আগস্ট সিজিপিএ শর্ত শিথিলের বিষয়টি ব্যাখ্যা করে এই শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধরুন প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা দিল। ৮-৯ মাস পরে পরীক্ষার ফল প্রকাশ হয়। সেখানে দেখা গেল সে অকৃতকার্য হয়েছে, অর্থাৎ সিজিপিএ ২ এর কম পেয়েছে। এখন এই ৯ মাস কিন্তু সে দ্বিতীয় বর্ষে ক্লাস করেছে। এখন অকৃতকার্য হওয়ার ফলে তাকে আবার প্রথম বর্ষের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু সে তো ৯ মাস দ্বিতীয় বর্ষে ক্লাস করল, ইনকোর্স ও টেস্ট পরীক্ষাও দিল। এখন প্রথম বর্ষের সব বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি নেওয়ার সময় পাবে কীভাবে?'
তসলিম চৌধুরী আরও বলেন, 'প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সব বর্ষের অনেক শিক্ষার্থীই এই অনিয়মের ভুক্তভোগী। আমরা চাই সিজিপিএ শর্ত শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া হোক।'
'রাস্তায় অবস্থান নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা কর্তৃপক্ষকে সিজিপিএ শর্ত সহজ করার অনুরোধ জানাই। বর্তমান সিজিপিএ শর্ত শিক্ষার্থীবান্ধব নয়,' বলেন তিনি।
Comments