সংক্ষিপ্ত হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি, স্কুল-কলেজ খুলবে ২৬ জুন

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুন খুলবে।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৩ জুন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। এই ছুটি ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। এর মধ্যে এক সপ্তাহ ছুটি কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার - দুই দিন সাপ্তাহিক ছুটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত মে মাসে মাধ্যমিক পর্যায়ে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল।
Comments