অনির্দিষ্টকালের জন্য বন্ধ টেন মিনিট স্কুল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টেন মিনিট স্কুল। ২০১৫ সালে অনলাইন শিক্ষামূলক এই প্ল্যাটফর্ম তৈরি করেন আয়মান সাদিক।

তাদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে বলা হয়েছে, আজ (৩ আগস্ট) থেকে টেন মিনিট স্কুলের ইংলিশ সেন্টারের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব শিক্ষামূলক ভিডিও থাকছে।

দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

গত ১৬ জুলাই স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ঘোষণা দেয় যে তারা টেন মিনিট স্কুলে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রথম ও একমাত্র ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড।

 

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

11h ago