১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

মন্ত্রিপরিষদের কর্মকর্তারা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেন।
প্রতীকী ছবি

স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদের কর্মকর্তারা আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রস্তাব জমা দেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশ্নপত্র রাখা আছে, সম্প্রতি দেশের এমন স্থানগুলোতেও হামলার কারণে এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা এইচএসসি পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু করার কথা ছিল।

Comments