বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক আবেদিন

গতকাল সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তাদের এই দায়িত্ব দেওয়া হয়।
সবুর খান ও ইশতিয়াক আবেদিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।   

মো. সবুর খান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (ডব্লিউইউএসএসই) রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামের (এইউপিএফ) স্থায়ী কমিটির সদস্য তিনি। এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।

ইশতিয়াক আবেদিন এপিইউবির জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এইউএপি, ডিসিসিআই ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সদস্য।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago