অতিরিক্ত টাকার জন্য এসএসসির প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ

ময়মনসিংহ সদর উপজেলায় রেঁনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রবেশপত্র দিতে প্রধান শিক্ষক অতিরিক্ত দুই হাজার ৮০০ টাকা দাবি করেন। পারভীন জানিয়েছিলেন, এই টাকা না দিলে তিনি প্রবেশপত্র দেবেন না।
এর প্রতিবাদে আজ বুধবার দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীরা বিক্ষোভ করেন। অভিভাবকরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সূত্র জানিয়েছে, এ সময় প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না।
শিক্ষার্থীরা জানান, তারা সরকারি সব পাওনা পরিশোধ করেছেন। কোনো শিক্ষার্থীর টাকা বকেয়া নেই।
প্রধান শিক্ষক অন্যায়ভাবে অতিরিক্ত টাকা দাবি করে প্রবেশপত্র আটকে রেখেছেন, অভিযোগ করেন তারা।
এক শিক্ষার্থীর অভিভাবক মো. ফারুক হোসেন বলেন, সরকারি সব ফি পরিশোধ করার পরও প্রধান শিক্ষকের অতিরিক্ত দুই হাজার ৮০০ টাকা দাবি করা অন্যায়।
এ ব্যাপারে জানতে শাহনাজ পারভীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানার পর বিকেলে ওই বিদ্যালয়ে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা উপনিয়ন্ত্রক ড. একেএম কামাল হাসান জানান, ঘটনাটির সার্বিক তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Comments