‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের দ্য ডেইলি স্টার-এইচএসবিসি সম্মাননা

ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে ডেইলি স্টার এবং এইচএসবিসি ব্যাংক।

সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য 'আগামীর রাষ্ট্রনির্মাতাদের অভিবাদন' (স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমোরো)।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, শিক্ষক, বন্ধু-বান্ধব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত আছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

ছবি: পলাশ দাস/স্টার

এ বছর এডেক্সেল এবং কেমব্রিজ কারিকুলামের অক্টোবর/নভেম্বর ২০২৩, জানুয়ারি ২০২৪, মে/জুন ২০২৪ এবং অক্টোবর/নভেম্বর ২০২৪ সেশনের মোট ২,৩৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ও-লেভেলে ১,৮২৪ জন এবং এ-লেভেলে ৫৫১ জন শিক্ষার্থী রয়েছে।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে ও-লেভেলে বিশ্ব পর্যায়ে সেরা ৬৭ জন এবং দেশ সেরা ৬২ জন রয়েছেন। এছাড়া এ-লেভেলে বিশ্ব সেরা ১৫ জন এবং দেশ সেরা ৩২ জন শিক্ষার্থীকে সম্মান জানানো হচ্ছে।

সারা দেশের ১১২টি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করেছে। কেমব্রিজ পরীক্ষার ক্ষেত্রে পরপর দুটি ও-লেভেল সেশনে কমপক্ষে ছয়টি 'এ' গ্রেড এবং এ-লেভেলে তিনটি 'এ' গ্রেড অর্জনকারীরা সংবর্ধনা পাচ্ছেন। এছাড়াও, আইজিসিএসই পরীক্ষায় এক বা দুটি ধারাবাহিক সেশনে ছয়টি বিষয়ে ৭ বা তার বেশি গ্রেড অর্জনকারী এবং আইএএল-এ এক বা দুটি ধারাবাহিক সেশনে তিনটি 'এ' বা তার বেশি গ্রেড অর্জনকারীদের পুরস্কার দেওয়া হচ্ছে।

ছবি: পলাশ দাস/স্টার

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সাথে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

এইচএসবিসি বাংলাদেশ-এর হেড অফ ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকিং তানমি হক, আইডিপি এডুকেশন বাংলাদেশ লিমিটেড-এর কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল, পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন লিটন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

ছবি: পলাশ দাস/স্টার

অনুষ্ঠানে শিখো-এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, অ্যাঙ্করলেস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ এবং টেন মিনিট স্কুল-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক তিনটি পৃথক অনুপ্রেরণামূলক সেশনে অংশ নেবেন।

এই আয়োজনের টাইটেল স্পনসর এইচএসবিসি ব্যাংক। পিয়ারসন এডেক্সেল রয়েছে একাডেমিক পার্টনার হিসেবে এবং আইডিপি এডুকেশন পার্টনারের দায়িত্বে আছে।

ছবি: পলাশ দাস/স্টার

ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এই ব্যতিক্রমী বার্ষিক আয়োজনটি করে আসছে, যা সময়ের সাথে সাথে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

4h ago