কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

স্টার ফাইল ছবি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। ১০ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা শেষে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি।

২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

এবার মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

গত ১৬ জুন শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়েছে পরীক্ষার হলে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

সেখানে উল্লেখ করা হয় শিক্ষার্থীরা এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স ৯৯১সিডাব্লিউ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

উল্লেখিত মডেল ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

এইচএসসি পরীক্ষার রুটিন

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago