সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ৪০

শিক্ষা সচিব প্রত্যাহারের কারণ
সচিবালয়ের এক নম্বর গেটে শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ বেশকিছু দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠিচার্জ করেন আইন-শৃঙ্খলা বাহিনীর।

শিক্ষার্থীরা যেন সচিবালয়ে ঢুকতে না পাড়েন, সেজন্য সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি নিরাপত্তা জোরদারে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা সেসব উপেক্ষা করেই ভেতরে সচিবালয়ের ভেতরে ঢুকে পরে। তবে, তারা পুলিশের কাছ থেকে কোনো বাধার মুখে পরেনি।

শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়ার কিছু সময় পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ  করে তাদের বের করে দেন। এ সময় অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আমাদের প্রতিবেদক জানান, আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। 

শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছিল। এরই মধ্যে হাইকোর্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সচিবালয়ের পশ্চিম পাশের সংযোগ সড়কটি বন্ধ আছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডি এলাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সুদীপ্ত প্রত্যয় সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছি। গতকাল মাইলস্টোন কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি ছিল, অন্তত মরদেহের সঠিক হিসাবটা যেন দেওয়া হয়। গতকাল কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে, এক পরীক্ষার্থীর মা মারা গেছেন। এজন্য আমরা চেয়েছিলাম, অন্তত আজকের পরীক্ষা যেন স্থগিত করা হয়। অথচ আমাদের সেই দাবি তারা প্রথমে মানেননি।'

তিনি আরও বলেন, 'পরবর্তীতে যখন বিষয়টি নেট দুনিয়ায় উত্তাল হয়, তখন রাত ৩টার দিতে তারা ঘোষণা দেন—আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। আমাদের কথা হলো, তারা সিদ্ধান্তটা আগে নিলেন না কেন। কোন হিসেবে রাত ৩টার দিকে সেটা জানালেন।'

দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান ঘটনাস্থল থেকে জানান, শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এবং এরপর সচিবালের দিকে যান। শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর চেষ্টা করা হলে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জড়ো হন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন।

এর আগে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘোষণা দেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এর তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

আজ দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা।

আজকের এইচএসসি পরীক্ষাও স্থাগিত করা হয়েছিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে আজ মঙ্গলবারের নির্ধারিত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান দুর্ঘটনার কারণে কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় মঙ্গলবারের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Two advisers, press secy leave Milestone College after 9 hrs

They have been inside the campus since 10:30am this morning

4h ago