‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে শিগগির আসছে নতুন ছাত্র সংগঠন

ঢাবি মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: মো. আব্বাস

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' থেকে বেরিয়ে শিক্ষার্থীরা শিগগির নতুন একটি ছাত্র সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

নতুন ছাত্র সংগঠনটি নিজস্ব কর্মসূচির ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করবে এবং এর কোনো লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার এসব কথা জানান।

তারা বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুথান হবে নতুন সংগঠনের ভিত্তি।

তবে, নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্ব কে দেবেন বা কবে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা উল্লেখ করেননি তারা।

তবে আগামী ২৪ ফেব্রুয়ারি উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আসছে, তার সঙ্গেও নতুন ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না বলে তারা উল্লেখ করেন।

আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার জানান, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে এবং এটি কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হবে না।

তারা জানান, নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে জনমত জরিপ পরিচালনা করা হবে এবং সদস্য সংগ্রহ করা হবে।

অনলাইন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ এবং স্কুল ও মাদ্রাসায় এ জরিপ চালানো হবে এবং সদস্য সংগ্রহ করা হবে।


 

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape case: Hitu Sheikh sentenced to death

Hitu's wife Jaheda Begum and his sons -- Ratul Sheikh and Sajib Sheikh -- were acquitted from the charges

17m ago