ছাত্রদলের সমাবেশ: মঞ্চ প্রস্তুত, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নিতে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন হাজারো ছাত্রদল নেতাকর্মী।
আজ রোববার বিএনপির এই ছাত্র সংগঠন আয়োজিত সমাবেশটি শুরু হবে দুপুর আড়াইটার দিকে। তবে নেতাকর্মীরা সকাল ১১টা থেকেই সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেন।
সমাবেশের জন্য সড়কে মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য সিনিয়র নেতারা সমাবেশে ভাষণ দেবেন।
সমাবেশস্থল ও এর আশেপাশে একাধিক প্রজেক্টর ও বড় স্ক্রিন স্থাপন করা হয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে কর্মী-সমর্থকরা সমাবেশ উপলক্ষে শাহবাগে জড়ো হয়েছেন। তাদের হাতে দেখা গেছে জাতীয় ও দলীয় পতাকা। নানা রংয়ের টি-শার্ট পরিহিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন শাহবাগ।
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর এটিই ছাত্রদলের প্রথম বড় সমাবেশ।
বিপুল জন সমাগমের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব ও বাংলামোটরের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
Comments