দেশের পাচার হওয়া অর্থ দিয়ে চারটি বাজেট করা সম্ভব: ছাত্রশিবির সভাপতি

জাহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, '১৫ বছরে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, দেশের যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, তা দিয়ে অন্তত চারটি জাতীয় বাজেট প্রণয়ন করা যেত।'

তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের আমলে অফিসের পিয়নও ঢাকায় ২০ তলা অট্টালিকা বানিয়েছে। এই টাকা ছিল এ দেশের কৃষকের কষ্টার্জিত টাকা।'

আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে 'উলিপুর উন্নয়ন ফোরাম' আয়োজিত উপজেলার সব স্কুল-মাদ্রাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, 'ফ্যাসিবাদী সরকারের পতনে রংপুরের শহীদ আবু সাঈদ জীবন দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং আগামী দিনের জন্য যোগ্য, দক্ষ ও নৈতিকতায় সমৃদ্ধ মানুষ হয়ে উঠতে হবে। তুমি কোন পরিবারে বা বংশে জন্ম নিয়েছো, তা মুখ্য নয়। বরং তুমি কোথায় যেতে চাও, কীভাবে স্বপ্ন পূরণ করবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগ্যতা অর্জনের মাধ্যমে সমাজে নিজের অবস্থান তৈরি করতে হবে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago