ডাকসু নির্বাচন: আবিদুল ও তানভীরের নেতৃত্বে লড়বে ছাত্রদল

স্টার ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেল ঘোষণা করেন। ঘোষিত প্যানেল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে মো. আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারী হামিম এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন—মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জেসুন এবং ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা।

অন্যান্যদের মধ্যে পরিবহন সম্পাদক পদে মো. সাইফুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রুপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনোয়ার হোসেন এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে গত বছরের ১৫ জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে 'গবেষণা ও প্রকাশনা সম্পাদক' পদটি শূন্য রাখা হয়েছে। এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখার মাধ্যমে আমরা ছাত্রদলের পক্ষ থেকে (আন্দোলনের প্রতি) আমাদের পূর্ণ সমর্থন প্রকাশ করছি।'

প্যানেলের ১৩ জন সদস্য প্রার্থী হলেন – মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনিম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম অমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান এবং নিত্যানন্দ।

Comments

The Daily Star  | English

'Most of them had lost parts of their skulls'

167 admitted to National Institute of Neurosciences & Hospital during July uprising, doctor tells ICT-1

16m ago