ইডরার নতুন চেয়ারম্যান জয়নুল বারী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
ইডরার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে, 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে গতকাল ইডরার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এম মোশাররফ হোসেন।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'জয়নুল বারীকে আগামী ৩ বছরের জন্য ইডরার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।'
Comments