২০ জানুয়ারির মধ্যে ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়ি জমার নির্দেশ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা সব গাড়ি আগামী ২০ জানুয়ারির মধ্যে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ।
যাদের নামে গাড়িগুলো বরাদ্দ করা হয়েছিল এবং এখনও যাদের কাছে গাড়িগুলো আছে তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে বলে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি হস্তান্তর না করা হলে সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান মিলন তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, 'ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ থেকে গাড়িগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। কোম্পানির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে জানানো হবে। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বসানোর মত কাজ করব না।'
ইভ্যালির অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য গত বছরের অক্টোবরে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে ৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
Comments