নভেম্বরে আরও কমেছে রেমিট্যান্সের প্রবাহ
গত নভেম্বর মাসে বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশি অর্থ পাঠানোর ক্ষেত্রে অননুমোদিত চ্যানেলকে অগ্রাধিকার দেওয়ায় এ ধরনের প্রভাব পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় ৫ দশমিক ৪৮ শতাংশ এবং আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, মহামারিতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের প্রথম দিক থেকে অননুমোদিত রুট বাধার সম্মুখীন হয়। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা যে দেশগুলোতে কাজ করে, সেগুলোসহ অনেক দেশ ভাইরাসের বিস্তার রোধে চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আন্তর্জাতিক চলাচল পুনরায় শুরু হওয়ার পরপরই আন্তর্জাতিক হুন্ডি চক্র আবারও সক্রিয় হয়ে উঠে।
চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে রেমিট্যান্স আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমে ৮ দশমিক ৬০ বিলিয়ন হয়েছে।
আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তবে এটি এখন নিম্নগামী প্রবণতা বজায় রাখছে। গত ২৪ নভেম্বর রিজার্ভ কমে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়, যা ১ বছর আগের তুলনায় ৯ শতাংশ বেশি।
Comments