নাই নাই করে হলেও ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, 'আমরা যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ ছিল ৭ বিলিয়ন ডলার। সেটা বাড়তে বাড়তে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। বর্তমানে নাই নাই করে হলেও ৪০ বিলিয়ন ডলার আছে।'

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিংয়ের পর ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'সারা বিশ্বের অর্থনীতি এখন অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যে নিউজ করেছেন— মূল্যস্ফীতি ৯ বছরের মধ্যে সর্বোচ্চ, এটা সঠিক নয়। এটা আপনারা মাস-টু-মাস হিসাব করেছেন। কিন্তু সরকার এটা গড়ে হিসাব করে। মাস-টু-মাস ধরে যে ৭.৫৬ শতাংশ হিসাব দেওয়া হয়েছে সরকারের হিসাবে সেটা হবে গড়ে ৫.৯ শতাংশ।' 

তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঠিকভাবে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে বলেছেন, 'আমরা যখন ক্ষমতায় আসি, তখন মূল্যস্ফীতি ছিল ১২ শতাংশের ওপরে।' 

এ ছাড়া আইএমএফের ঋণ সরকার নেবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আইএমএফের পরামর্শগুলো অনেক ক্ষেত্রে সরকারের জন্য উপকারী। তারা সংস্কারমুখী অনেক পরামর্শ দিয়ে থাকে।' 
   
তিনি আরও বলেন, 'আমরা আইএমএফের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি এবং আমরাও আইএমএফকে এখনো কোনো প্রস্তাব দেয়নি। তবে, এই মুহূর্তে বাংলাদেশ আইএমএফের কাছে কোনো প্রস্তাব দেবে না। যখন প্রয়োজন হবে তখন আমরা ঋণ নেব। তখন আপনারাও জানতে পারবেন।' 

অর্থমন্ত্রী বলেন, 'আমরা আইএমএফের সঙ্গে এমন কোনো চুক্তি করবো না, যেটা দেশের উপকারে আসে না। দেশের মানুষের স্বার্থের পরিপন্থি কোনো কিছু আমরা করবো না। আমি নিঃসন্দেহে বলতে পারি এ ধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।'  

  

Comments

The Daily Star  | English

University Teachers' Network voices support for protesting Kuet students

UTN called on the Kuet administration to immediately accept the students' "justified demand"

8m ago