মানিচেঞ্জার প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অভিযান

রাজধানীর বিভিন্ন মানিচেঞ্জার প্রতিষ্ঠানে আজ বুধবার ঝটিকা অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের ১০টি পরিদর্শন দল। ইচ্ছাকৃতভাবে মার্কিন ডলার মজুদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ অভিযান চালায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক

রাজধানীর বিভিন্ন মানিচেঞ্জার প্রতিষ্ঠানে আজ বুধবার ঝটিকা অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের ১০টি পরিদর্শন দল। ইচ্ছাকৃতভাবে মার্কিন ডলার মজুদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ অভিযান চালায় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের সব রেকর্ড ভেঙে গতকাল মঙ্গলবার খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয় ১১২ টাকায়। তার আগের দিনও ডলারের বিনিময় হার ছিল ১০৭ টাকা।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে ব্যবসা পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স নিতে হয়।

মো. সিরাজুল ইসলাম বলেন, মানি চেঞ্জাররা কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মানছেন কি না, তা জানতে অভিযান চালানো হচ্ছে।

আজ অবশ্য খোলা বাজারে ডলারের বিনিময় হার ১০৭ টাকা পাওয়া গেছে। 

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সামনে ডলারের দাম আরও বাড়তে পারে মনে করে কেউ কেউ ডলার মজুদ করে থাকতে পারে। এ জন্যই আজ থেকে এমন অভিযান শুরু হলো।'

মজুদ করলে টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।

মানিচেঞ্জারদের কাছ থেকে পাওয়া আর্থিক তথ্য কেন্দ্রীয় ব্যাংক এখন যাচাই-বাছাই করছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, যদি কোনো মানি চেঞ্জার নিয়ম বহির্ভূত কোনো কাজ করে, তবে তার লাইসেন্স বাতিল হতে পারে।

Comments