১৯ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসে বেতন-বোনাস: মন্নুজান সুফিয়ান

RMG
স্টার ফাইল ছবি

তৈরি পোশাক কারখানার মালিকদের ১৯ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ঈদের সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে গার্মেন্টসসহ সব শিল্প সেক্টরের শ্রমিকদের বদলি ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

‘তবে নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করলে, সেসব কারখানার মালিকদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে,’ হুঁশিয়ার করেন মন্নুজান সুফিয়ান।

আজ শ্রম ভবনে তৈরি পোশাক খাত বিষয়ক পরামর্শ পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তৈরি পোশাক কারখানার মালিকদের উদ্দেশে তিনি এই কথা বলেন।

আসন্ন ঈদের ছুটিতে শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শ দেন মন্নুজান সুফিয়ান।

তিনি বলেন, ‘৩৫ বছর বা তার বেশি বয়সের শ্রমিকদের করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভায় উপস্থিত মালিক পক্ষের প্রতিনিধিরা জানান, প্রায় শতভাগ কারখানায় শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

সভায় সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসভাপতি নাছির উদ্দিন, বিকেএমইএ এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, নাজমা আক্তারসহ মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English
Technical education hit by teacher shortage

Technical education hit by teacher shortage, falling enrolment

Bangladesh’s technical education sector is facing a slow-burning crisis, shaped by a severe shortage of teachers, poor infrastructure, and steadily declining student interest.

11h ago