ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন স্থগিত

বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের ডাকা তিন দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে।
ছবি: দ্বৈপায়ন বড়ুয়া

বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের ডাকা তিন দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে।

এই দুটি সংগঠন আজ মঙ্গলবার সকাল থেকে তাদের ১৫ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে ধর্মঘট পালন করছে বলে জানিয়েছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা।

দাবিগুলোর মধ্যে আছে, পরিবহন মালিকদের অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভারী যানবাহনের ক্ষেত্রে সরাসরি লাইসেন্স দেওয়া।

পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, সরকার ২০১৯ সালে সংগঠনের নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই অগ্রিম আয়করের পরিমাণ বাড়িয়েছে। কিন্তু মালিকরা গত দুই বছর ধরে আগের হারেই কর দিচ্ছিলেন।

এখন সরকার দুই বছরের বকেয়াসহ সম্পূর্ণ কর পরিশোধ করতে বলেছে (সংশোধিত হারে), দাবি করেন জাফর আহমেদ।

চট্টগ্রাম বন্দরের ৪ নং গেইটে গিয়ে সেখানে পণ্য আনা নেওয়ার জন্য কোনো পরিবহন দেখতে পাওয়া যায়নি।  

জাফর আহমেদ আরও জানান, সাধারণত পণ্য পরিবহনের জন্য দৈনিক ৬ থেকে ৭ হাজার যানবাহন বন্দরে আসে। 

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন শিকদার জানান, আজ সকাল থেকে বন্দর ও ১৮টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর মাঝে পণ্যের পরিবহনও স্থগিত আছে।

Comments

The Daily Star  | English

A mindless act shatters a family's dreams

Family now grapples to make ends meet after death of sole earner in Gazipur train attack in December last year

49m ago