বন্দর

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, কয়েক হাজার ট্রাক আটকা

ভারতে প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। এর ফলে ২ দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।
ছবি: সংগৃহীত

ভারতে প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। এর ফলে ২ দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।

তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কার্যক্রম স্বাভাবিক আছে। যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, 'আজ সকাল থেকে ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে। ফলে উভয় দেশের বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটক আছে। তবে বেনাপোল কাস্টম হাউসে সকল কার্যক্রম স্বাভাবিক।'

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আ. জলিল জানান, বন্দরের ভেতর মালামাল লোড-আনলোড চলছে। বন্দর থেকে পণ্য ডেলিভারি অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English
High temperature days record in Bangladesh

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

13h ago