সঞ্চয়পত্রে বেশি বিনিয়োগে কম সুদ

সঞ্চয়পত্রের সুদের হার অবশেষে কমানো হয়েছে। তবে ১৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এর উপরে ক্রয়কৃত সঞ্চয়পত্রে সুদের হার দশমিক ৭ থেকে ১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
এ বিষয়ে আজ অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সুদের হার কার্যকরের আগে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বিদ্যমান সুদের হার বহাল থাকবে।
সঞ্চয়পত্রে পরিবর্তিত সুদের হার
৫ বছর মেয়াদি সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকা পর্যন্ত ১১ দশমিক ২৮ শতাংশ সুদ হার বহাল থাকবে। ১৫ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ক্রয়কৃত সঞ্চয়পত্রে সুদের হার হবে ১০ দশমিক ৩০ শতাংশ এবং ৩০ লাখের উপরে এটা হবে ৯ দশমিক ৩০ শতাংশ।
৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১৫ লাখ পর্যন্ত বিদ্যমান ১১ দশমিক ০৪ শতাংশ অপরিবর্তিত থাকবে। আর ১৫ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত সুদের হার ১০ শতাংশ এবং ৩০ লাখের ঊর্ধ্বে হবে ৯ শতাংশ।
একইভাবে পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে।
Comments