২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রবাসী ও রপ্তানি আয়
২০২০-২১ অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় ও রপ্তানি আয় এসেছে। প্রবাসী আয় এসেছে প্রায় ২৫ বিলিয়ন ডলার ও রপ্তানি আয় এসেছে প্রায় ৩৯ বিলিয়ন ডলার।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, '২০২০-২০২১ অর্থবছরে রেমিট্যান্স তার আগের অর্থবছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার।'
অপরদিকে, রপ্তানি আয় এসেছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। তবে, লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন ডলার।
তিনি জানান, মন্দার মধ্যেও গত অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ। গত অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
রপ্তানি আয় ও রেমিট্যান্সের কারণে আজ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
Comments