৯২০ কেজি ওজনের গরুর দাম ১০ লাখ টাকা

ছবি: স্টার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকার মো. ফজলুল হক (৫৮) গরু পালন ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত সাড়ে ৪ বছর বেশ যত্ন নিয়ে ২টি ষাঁড় বড় করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, গরু ২টির একটির রঙ কালো ও অপরটি সাদা-কালোর মিশেল। কোরবানির উপযুক্ততার কথা উল্লেখ করে বলেন, 'কালো গরুটির ৬ দাঁত, ওজন ৯২০ কেজি। দাম চেয়েছি ১০ লাখ টাকা। দাম ওঠেছে ৬ লাখ টাকার কিছু বেশি।'

'অপর গরুটির ৪ দাঁত, ওজন ৭২০ কেজি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'তবে এটি বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আগামী ঈদুল আজহায় আরও যত্ন নিয়ে আরও বেশি স্বাস্থ্যবান করে বিক্রি করতে চাই।'

তিনি জানান, তার গরু ২টি অস্ট্রেলিয়ান ও নেপালি জাতের গরুর শংকর। একেকটি গরু প্রতিদিন কমপক্ষে ৪০০ টাকার খাবার খায়। অভাব-অনটন থাকায় গরুগুলোকে চাহিদা মতো খাবার দিতে পারেননি। ভুষি, মাঠের সবুজ ঘাস ও বাজারে তৈরি পশু খাদ্য খাওয়াচ্ছি।'

আবেগজড়িত কণ্ঠে বলেন, 'সন্তানের মতো গরু ২টিকে লালন-পালন করেছি।'

প্রতিবেশী হোসেন আলী ডেইলি স্টারকে বলেন, 'এত ওজনের গরু সচরাচর আমাদের এলাকায় হয় না। তাই বিভিন্ন এলাকা থেকে মানুষ এই গরুটি দেখতে আসছেন। দর-দামে এখনও মিলছে না।'

অপর প্রতিবেশী নূর হোসেন বলেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে গরুর ক্রেতারা ততই ফজলুল হকের বাড়িতে ভিড় করছেন।

ছবি: স্টার

Comments

The Daily Star  | English
Israeli strikes on Iran 2025

Israel launches major attack on Iran: what we know so far

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

6h ago