গাজীপুরে বকেয়া দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে আছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই অবরোধ শুরু করেন এএ নিট স্পিন মিলস লিমিটেডের শ্রমিকরা।

জানা গেছে, অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল লতিফ রাত ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকরা জুনের বকেয়া বেতন ও ছুটির প্রাপ্য অর্থ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়কে নেমেছেন। এএ নিট স্পিন মিলস লিমিটেডে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক কর্মরত। শ্রমিকদের দাবির দ্রুত মীমাংসার জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

'শ্রমিকরা ফ্যাক্টরির চেয়ার-টেবিল বের করে মহাসড়কে আগুন জ্বালিয়ে দিয়েছে ও ফ্যাক্টরির বেতরে ব্যাপক ভাঙচুর করতেছে', বলেন তিনি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়য়ুব আলী জানান, শ্রমিকদের অবরোধের কারণে এখনো মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সবশেষ খবর অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকেও তাদের অবরোধ অব্যাহত আছে।

বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পারা যায়নি।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago