৯৫টি দেশকে করোনার বড়ি তৈরির অনুমতি দেবে ফাইজার 

বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯৫টি দেশকে কম খরচে করোনার মুখে খাওয়ার বড়ি তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। আজ মঙ্গলবার ফাইজারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ছবি: রয়টার্স

বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯৫টি দেশকে কম খরচে করোনার মুখে খাওয়ার বড়ি তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। আজ মঙ্গলবার ফাইজারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইজার ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ক গোষ্ঠী মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) মধ্যে স্বেচ্ছাসেবী লাইসেন্সিং চুক্তির মাধ্যমে জাতিসংঘ সমর্থিত দেশগুলোর জেনেরিক ওষুধ প্রস্তুতকারকদের নিজস্ব সংস্করণ তৈরির সাব-লাইসেন্স দেওয়া হবে।  

মেডিকেল চ্যারিটি মেডিসিনস সানস ফ্রন্টিয়েরেস জানিয়েছে, চুক্তির কারণে তারা 'নিরাশ' হয়েছেন। এর মাধ্যমে আর্জেন্টিনা ও চীনের মতো দেশ ওষুধ উত্পাদনের সুযোগ পাবে, এসব দেশের জেনেরিক ওষুধ তৈরির ক্ষমতা রয়েছে।

এ বিষয়ে এমএসএফের সিনিয়র আইনি নীতি উপদেষ্টা ইউয়ানকিয়ং হু বলেছেন, 'আমরা যদি সত্যিই এই মহামারি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সবার জন্য কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জাম পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।'

বিশ্বের বহুল ব্যবহৃত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর একটি তৈরি করেছে ফাইজার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তৈরি বড়ির ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর সম্ভাবনা ৮৯ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। 

মেডিসিন পেটেন্ট পুলের এক্সিকিউটিভ ডিরেক্টর চার্লস গোর একটি সাক্ষাত্কারে বলেছেন, 'কোভিড-১৯-এর ধ্বংসযজ্ঞ থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের অস্ত্রাগারে আরেকটি অস্ত্র পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।'

Comments

The Daily Star  | English

3 children run over by train in Mohakhali

Three children, aged 12-13, were killed after getting run over by Jamalpur-bound Dewanganj Express train in Mohakhali's Amtoli area around 6:30am today

5m ago
X