কমনওয়েলথ গেমসে প্রথমবার শেষ আটে বাংলাদেশের টেবিল টেনিস দল

bangladesh table tennis team
বাংলাদেশ টেবিল টেনিস দল

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সাফল্য খুব সীমিত। টেবিল টেনিসে এর আগে তেমন লড়াইয়ে থাকা হয়নি। এবার লড়াই করে মিলছে সাফল্যও। দলগত ইভেন্টে গায়ানাকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার বার্মিংহামে দলগত ইভেন্টে তীব্র লড়াইয়ে গায়ানাকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ।

টেবিল টেনিসের দলীয় খেলার নিয়ম অনুযায়ী ডাবল ও সিঙ্গেলস মিলিয়ে প্রতিপক্ষ দলের সঙ্গে ৫টি ম্যাচে লড়তে হয়। খেলা হয় একটি ডাবলস ও চারটি সিঙ্গেলস গেম।  সেই লড়াইয়ে প্রথমে ডাবলসে মুহতাসিন আহমেদ হৃদয় ও রামহীম বম জুটি  হারায় গায়ানার ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে।

এরপর সিঙ্গেলসে সাব্বিরকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেন প্রতিপক্ষের ব্রিটন। তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে লাঙেকে হারিয়ে ফের বাংলাদেশকে এগিয়ে রাখেন।

চতুর্থ ম্যাচে রামহিম ৩-০ ব্যবধানে হেরে গেলে ফের আসে সমতা। ম্যাচ নির্ধারণী পঞ্চম গেমে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্র্যাঙ্কলিন। দারুণ উত্তজনার সেই ম্যাচ প্রথমে ২-০ তে পিছিয়ে থেকেও পরে টানা তিন সেট জিতে সাব্বির খেলা জিতে নেন ৩-২ ব্যবধানে। বাংলাদেশ উঠে যায় শেষ আটে। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাজ্য। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। 

এদিকে বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই সাফল্যে তাৎক্ষণিক পুরস্কারের ঘোষণা দেন সেনাপ্রধান। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়ার কথা জানান তিনি। বাংলাদেশ দলের এই সাফল্যে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দলের সদস্যদের জন্য বড় অংকের পুরস্কার দেয়ার কথা জানান তিনিও।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

1h ago