ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন রোমেল-রামিন জুটি

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২ এ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ক্যারম ডিসিপ্লিনের খেলা। তার দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক প্রথম আলোর মেহেদী হাসান রোমেল ও দ্য ডেইলি স্টারের রামিন তালুকদার জুটি।

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২ এ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ক্যারম ডিসিপ্লিনের খেলা। তার দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক প্রথম আলোর মেহেদী হাসান রোমেল ও দ্য ডেইলি স্টারের রামিন তালুকদার জুটি।

এদিন বিএসজেএর মূল কার্যালয়ে ক্যারম ডিসিপ্লিনের পুরুষদের একক ও দ্বৈত এবং নারীদের একক ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বৈতে রোমেল ও রামিন জুটি হারায় ঢাকা পোস্টের তরিকুল ইসলাম সজল ও জাগো নিউজের শাহাদাত হোসেন জুটিকে। এ ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা ট্রিবিউনের বিএম ফজলে রাব্বি মুন ও আলী শাহরিয়ার আমিন বাপ্পা জুটি।

ক্যারম এককে চ্যাম্পিয়ন হয়েছেন এসএ টেলিভিশনের নূর উদ্দিন। ফাইনালে ডেইলি স্টারের আনিসুর রহমান পল্টুকে হারান তিনি। এ বিভাগে তৃতীয় হয়েছেন রামিন।

নারীদের ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সামিনা রশ্নি। ফাইনালে মাকসুদা লিসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। তৃতীয় স্থান অর্জন করেন ফরিদা বক্তেয়ারা।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

আগামীকাল শনিবার বিএসজেএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে স্পেইড ট্রাম প্রতিযোগিতা।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

13h ago